সৌদি আরবে মার্স ভাইরাসের সংক্রামণ রোধে নাগরিকদেরকে উটের কাছাকাছি যাওয়ার সময় মাস্ক ও গ্ল্যাভস ব্যবহারের পরামর্শ দিয়েছে সরকার। বিবিসি’র খবরে বলা হয়, জরুরি প্রয়োজন ছাড়া উটের কাছে না যাওয়া এবং সেখানে গেলেও পরে ভালোভাবে হাত ধুয়ে নেয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া, উটের দুধ ও মাংস সঠিক তাপমাত্রায় সিদ্ধ করে খাওয়ার পরামর্শও দিয়েছে মন্ত্রণালয়। সৌদি আরবে মার্স ভাইরাসে এ পর্যন্ত ১৩৩ জনের মৃত্যু হয়েছে। ২০১২ সালে রোগটির প্রদুর্ভাব ঘটা এই ভাইরাসে আক্রান্ত হয়েছে আরো পাঁচ শতাধিক...

